প্রতিদিন সকালে খালি পেটে এক ফোঁটা টাটকা গোমূত্র পানে ১৪০ রকমের অসুখ প্রতিরোধ করা সম্ভব বলে দাবি করেছে ভারতের বিশ্ব হিন্দু পরিষদ। আর তাই সুস্থ থাকতে সবাইকে রোজ সকালে এক ফোঁটা গোমূত্র পান করার পরামর্শ দিয়েছে সংগঠনটি।
বিশ্ব হিন্দু পরিষদের প্রকাশিত পুস্তিকায় দাবি করা হয়, প্রতিদিন এক ফোঁটা টাটকা গোমূত্র পান করলে পেট ও লিভার ভালো থাকে। প্রতিরোধ করা যায় জন্ডিসের মতো রোগ।
সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্তের সহসম্পাদক কুশল কুণ্ডু সংগঠনের এক সভায় এই কথার সাথে সুর মেলান। তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, গোমূত্র পান করার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করাও সম্ভব।
তবে এ জন্য যে কোনো গরুর মূত্র পান করলেই হবে না, বরং স্বাস্থ্যবতী গাভীর মূত্র পান করতে হবে। তবেই শরীর থেকে ক্যান্সার দূরে থাকবে। এছাড়া গোমূত্র অতি অবশ্যই টাটকা হতে হবে। কিন্তু আলসারের রোগী বা গর্ভবতী নারীরা গোমূত্র পান করলে হিতে বিপরীত হতে পারে বলে সতর্ক করেন কুশল।
এছাড়া বাসার মার্বেলের মেঝে পরিষ্কারের জন্য গোবরপানি ব্যব্হারেরও পরামর্শ দেন কুশল কুণ্ডু। তিনি বলেন, গোবরপানির মতো ভাল পরিশোধক আর নেই।