চীনের সমুদ্র উপকূলে তেলবাহী জাহাজের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে দুই বাংলাদেশিসহ অন্তত ৩২ জন নিখোঁজ হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে চীন সমুদ্র পূর্ব উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর ১ লাখ ৩৬ হাজার টন অয়েল কনডেনসেটের ট্যাঙ্কারে আগুন ধরে যায়।
রোববার চীনের পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় জাহাজের ক্রুকে উদ্ধার করা হয়েছে। খবর চ্যানেল নিউজ এশিয়া’র।