Erdoganতুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, ইরান ও পাকিস্তানসহ বিভিন্ন মুসলিম দেশের প্রাকৃতিক সম্পদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যই দেশগুলোর পেছনে লেগেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার ফ্রান্স সফরের আগে ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, নিজেদের উদ্দেশ্য আদায়ে বিভিন্ন দেশের জনগণকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

chardike-ad

তারা মুসলিম দেশগুলোয় অনধিকার চর্চা করছে উল্লেখ করে এরদোগান বলেন, এর ধরনের নাক গলানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইরাক, সিরিয়া, লিবিয়া, তিউনিশিয়া এবং সুদনাসহ যেসব দেশে একই রকম হস্তক্ষেপ করা হয়েছে; তার সবগুলো মুসলিম দেশ বলে জানান এরদোগান।