দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নুর আলম রকি নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রকি ফেনীর দাঁগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে।
নিহতের চাচাতো ভাই মো. শাহাদাত হোসেন জানান, চার ভাই-বোনের মধ্যে রকি দ্বিতীয়। ২০১৩ সালে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। তিনি জোহানেসবার্গে একটি দোকান পরিচালনা করতেন।
শনিবার ভোরে কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাঁর ওই দোকানে ঢুকে লুটপাট শুরু করে। এ সময় তিনি বাধা দিলে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।