Search
Close this search box.
Search
Close this search box.

rifleএর আগে স্নাইপার রাইফেলের বিশ্বরেকর্ড ছিল সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ সাড়ে তিন কিলোমিটার দূরের বস্তুতে আঘাত করতে পারে এমন স্নাইপার আগে ছিল। তবে এবার সেটাকেও হার মানাল রাশিয়ার নতুন স্নাইপার রাইফেল। যার রেঞ্জ চার কিলোমিটার। চার কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে অনায়াসে আঘাত করতে পারবে এই রাইফেল।

রাশিয়ার এই স্নাইপার রাইফেলের নাম ‘সুমরাক’, আর অফিশিয়াল নাম হল Lobaev SVLK-14S। এটি একটি আল্ট্রা লং রেঞ্জ রাইফেল। কার্বন ফাইবার ও কেভলারের মত উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই রাইফেল।

chardike-ad

এই রাইফেলের নির্মাতা সংস্থা দাবি করেছে ৪.২ কিলোমিটার দূরে থাকা টার্গেট উড়িয়ে দিতে ইতিমধ্যেই সফল হয়েছে ওই রাইফেল। এই রাইফেলের ওজন ১০ কেজি। দৈর্ঘ্য দেড় মিটার। -৪৫ ডিগ্রি থেকে ৬৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় কাজ করতে পারে এটি। অর্থাৎ এটাই বিশ্বের সবথেকে ভয়ঙ্কর রাইফেল।