Search
Close this search box.
Search
Close this search box.

Snow usaযুক্তরাষ্ট্রে প্রচণ্ড শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিউ ইয়র্ক সহ আশপাশের অঙ্গরাজ্যগুলো ভারী তুষারপাতে ঢাকা পড়েছে। পাশাপাশি বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। এ ব্যাপারে ফক্স নিউজ জানাচ্ছে, তুষারঝড়ে নিউ ইয়র্কে এখনও কোনো মৃত্যুর সংবাদ পাওয়া না গেলেও বিভিন্ন অঞ্চলে এরই মধ্যে অন্তত ১৭ জন মারা গেছেন। হঠাৎ আছড়ে পড়া এ মারাত্মক তুষারঝড়কে ‘বোমা সাইক্লোন’ নামে অভিহিত করেছে সংবাদ মাধ্যমগুলো।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউ ইয়র্কে জারি করা হয়েছে জরুরি অবস্থা। খারাপ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। তিনি নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান। এছাড়াও সরকারি স্কুলগুলোও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ব্রঙ্কসের ছ’টি ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন এয়ারলাইন্স প্রতিষ্ঠান আটশ’রও অধিক ফ্লাইট সংখ্যা বাতিল করেছে।

chardike-ad

মার্কিন জাতীয় আবহাওয়া দফতর ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ডেলাওয়্যার, নিউ জার্সির উপকূল, নিউ ইয়র্ক ও নিউ ইংল্যান্ডের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস