Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় পেশা শিক্ষকতা। দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের এক জরিপ অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের কাছে পেশা হিসেবে এক নাম্বার স্থানে রয়েছে শিক্ষকতা। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৫১ হাজার ৪৯৪ জন শিক্ষার্থীর উপর এ জরিপ চালানো হয়।

chardike-ad

প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের ৯.৫ শতাংশ শিক্ষক হতে আগ্রহী। এর পরেই স্থান ক্রীড়াবিদ (৯.১%), ডাক্তার (৬%), শেফ (৪%) এবং পুলিশের (৪.৮)।

মাধ্যমিক  স্তরের  ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষকতা পেশার জনপ্রিয়তা আরো বেশি। এই স্তরের ছাত্রছাত্রীদের ১২.৬ শতাংশই শিক্ষক হতে আগ্রহী। এরপরেই অবস্থানগুলোতে রয়েছে পুলিশ (৪.৮%), ডাক্তার (৪.৮%), ক্রীড়াবিদ (৩.৮%) এবং শেফ (৩.২%)।

অন্যদিকে উচ্চমাধ্যমিক স্তরের মধ্যেও এক নাম্বার জনপ্রিয় পেশা শিক্ষকতা (১১.১%)। এরপরের অবস্থানে রয়েছে নার্স (৪.৪%), পুলিশ (৩.৬%), মিলিটারী অফিসার (৩.১%) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং গবেষক (২.৯%)।