Search
Close this search box.
Search
Close this search box.

গতকাল বৃহস্পতিবার সিউলে একটি বাসের উপর ক্রেন ভেঙ্গে পড়লে ঘটনাস্থলে একজন নিহত এবং ১৫ জন আহত হয়। সিউলের খাংস জেলা (ডিস্ট্রিক্ট) অফিসের কাছাকাছি ইপগু সাগরি তে এই ঘটনা ঘটে।

chardike-ad

পুলিশ সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটের ৬৫০ নাম্বার বাস ট্রাফিক সিগনালে অপেক্ষা করছিল। এর পাশে একটি কনস্ট্রাশকশনের কাজ চলছিল। হঠাত একটি ক্রেন বাসের উপর ভেঙ্গে পড়ে। যাত্রীদের মধ্যে আহত সবাইকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। ৫৩ বছর বয়সী কিম ঘটনাস্থলেই মারা যান।

উল্লেখ্য, এই মাসে এই নিয়ে দ্বিতীয়বারের মত ক্রেন ভেঙ্গে পড়ার ঘটনা ঘটলো। চলতি মাসের ১২ তারিখ খিয়ংগি প্রদেশের ইয়োংইনে একটি ক্রেন ভেঙ্গে তিনজন নিহত এবং চারজন আহত হয়।