আর মাত্র ৩০ রান করলেই রকিবুল হাসানের পর প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরিয়ান হবেন নাসির। সবার চোখ ছিল তাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দিকে। নাসিরও এগিয়ে যাচ্ছিলেন ভালোই।
কিন্তু ৩০০ রানের দোরগোড়ায় গিয়ে হঠাৎ ভুল করে ফেললেন। অভিষেক হওয়া লিংকন দে সঞ্জয়ের বলে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত আসলেন নাসির। মাত্র ৫ রানের আক্ষেপ থেকেই গেল। ২৯৫ তে আউট নাসির। সেই সাথে ট্রিপল সেঞ্চুরিয়ানের খাতায় নাম লেখানো হল না রংপুরের এই ব্যাটসম্যানের।