Search
Close this search box.
Search
Close this search box.

ausঅস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ বিগ ব্যাশ। আর এবারের লিগের উদ্বোধনী দিনেই ৪৪ ক্রিকেটারের উপর শাস্তির খড়গ নেমে এল ক্রিকেট অস্ট্রেলিয়ার।

এছাড়া ওই দিন চারজন অধিনায়ককে বরখাস্তের সতর্কবাণীও দেওয়া হয়েছে।

chardike-ad

ক্রিকেট ডটকম অস্ট্রেলিয়া জানায়, স্লো-ওভার রেটের কারণে পুরুষদের সিডনি সিক্সার্স এবং মেলবোর্ন স্টারস দলের পাশাপাশি নারী দল মেলবোর্ন রেনেগেডস এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের ক্রিকেটারদের জরিমানা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

প্রতিটি দলের পুরুষ খেলোয়াড়ের ১০০০ ডলার (অস্ট্রেলীয়) এবং নারী খেলোয়াড়ের ২৫০ ডলার করে জরিমানা করা হয়ছে। তবে দোষ স্বীকার করে শাস্তির বিরুদ্ধে আপিল করলে জরিমানার পরিমাণ অর্ধেক হবে বলেও জানিয়েছে সিএ।

জরিমানা হওয়া দলগুলোর অধিনায়কদের জন্য একটি সতর্কবার্তাও দিয়ে রাখা হয়েছে। চলতি মৌসুমে এমন ঘটনা আরেকবার ঘটলে তাদের একাধিক ম্যাচে নিষিদ্ধ করা হবে।