দক্ষিণ কোরিয়ার মৃত্যুর প্রধান কারণ ক্যান্সার। ২০১৬ সালের তথ্যের ভিত্তিতে প্রকাশিত স্ট্যাটিস্টিকস এর তথ্য অনুযায়ী ২১.৩ শতাংশ কোরিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। ক্যান্সারের পরে হার্টের রোগে আক্রান্ত হয়ে মারা যায় ১১.৮ শতাংশ মানুষ।
কোরিয়ানদের মৃত্যুর তৃতীয় কারণ দেখানো হয়েছে মস্তিষ্কের রক্তনালির (সেরিব্রোভাসকুলার) রোগ। প্রায় ৮.৮ শতাংশ মানুষ এই রোগে মারা যায়। চতুর্থ কারণে থাকা নিউমোনিয়ায় মারা যায় ৭.৮ শতাংশ মানুষ।