Search
Close this search box.
Search
Close this search box.
World cup 2018
রাশিয়া বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ডিয়েগো ম্যারাডোনা এবং তাঁর বান্ধবী রোসিও অলিভিয়া। ছবি: এএফপি

মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে শুরু হয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ গ্রুপপর্বের ড্র অনুষ্ঠান। এবার বিশ্বকাপের ড্র সঞ্চালনার দায়িত্বে সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার। তাঁর সঙ্গী রাশিয়ার ক্রীড়া সাংবাদিক মারিয়া কোমান্দনায়া।

ড্র অনুষ্ঠানে সহযোগিতার জন্য মঞ্চে উঠবেন আরও আট সাবেক ফুটবলার—আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা, ব্রাজিলের কাফু, ইতালির ফাবিও ক্যানাভারো, উরুগুয়ের ডিয়েগো ফোরলান, স্পেনের কার্লোস পুয়োল, ফ্রান্সের লরাঁ ব্লাঁ, ইংল্যান্ডের গর্ডন ব্যাঙ্কস ও রাশিয়ার নিকিতা সিমোনিয়ান। এ ছাড়া দেশ–বিদেশের খ্যাতনামা ফুটবলার, কোচ ও সংবাদকর্মীরা হাজির হয়েছেন অনুষ্ঠানে। শুরুতে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর বক্তব্য দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

chardike-ad

World cup 2018এক নজরে রাশিয়া বিশ্বকাপের আট গ্রুপ :

‘এ’ গ্রুপ : রাশিয়া, সৌদি আরব, মিসর, উরুগুয়ে।

‘বি’ গ্রুপ : পর্তুগাল, স্পেন, মরক্কো, ইরান।

‘সি’ গ্রুপ : ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক।

‘ডি’ গ্রুপ : আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া।

‘ই’ গ্রুপ : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া।

‘এফ’ গ্রুপ : জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া।

‘জি’ গ্রুপ : বেলজিয়াম, পানামা, তিউনিসিয়া, ইংল্যান্ড।

‘এইচ’ গ্রুপ : পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান।

সুত্রঃ প্রথম আলো