শপিংয়ে বিশ্বের সেরা শহরগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী চ্যানেল সিএনএন শপিংয়ের জন্য সেরা শহরগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় সিউল শপিং এর জন্য ১২তম সেরা শহর বলে উল্লেখ করা হয়।
শপিংয়ের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বিবেচনা করে ক্যাটাগরিভিত্তিক পয়েন্টে সিউল ৪০ এর মধ্যে ২২ পেয়েছে। সিএনএন তাদের প্রতিবেদনে বলেছে “সিউলে লাক্সারী ব্রান্ড আর লোকাল কমদামের ব্রান্ডের সমন্বয় থাকায় গ্রাহক তার সুবিধামত পণ্য বাছাই করে কিনতে পারে। তাছাড়া কোরিয়ায় সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যবহৃত হয় এবং গ্রাহক যত কম দামের পণ্যই ক্রয় করুক না কেন বিক্রেতা ক্রেডিট কার্ডে লেনদেন করতে বাধ্য”।
সেরা শহর হিসেবে ৩৫ পয়েন্ট নিয়ে নিউইয়র্ক তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে টোকিও এবং লন্ডন জায়গা করে নিয়েছে। তালিকায় থাকা অন্যান্য শহরগুলো হল কুয়ালালামপুর, প্যারিস, হংকং, বুনোস এয়ার্স, ভিয়েনা, দুবাই, মাদ্রিদ এবং মিলান।