টানা চতুর্থবারের মত বিশ্বকাপে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। বুধবার প্লে-অফের ফিরতি লেগে মাইল জেডিন্যাকের দারুণ হ্যাটট্রিকে হন্ডুরাসকে ৩-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকেট পায় অস্ট্রেলিয়া।
সিডনির এএনজেড স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৫৩ মিনিটে অস্ট্রেলিয়াকে লিড এনে দেন জেডিন্যাক। ফ্রি-কিক থেকে বল জালে জড়ান এই তারকা।
ম্যাচের ৭২ মিনিটে ডি-বক্সে হন্ডুরাসের আকস্তার বল হাতে লাগলে পেনাল্টি পায় সকারুরা। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন জেডিনাক। আর ৮৫ মিনিটে আবারও স্পট কিক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন জেডিনাক।
ম্যাচের যোগ করা সময়ে হন্ডুরাসের সান্তনার গোলটি করেন মার্টিনেজ। তবে এতে শুধু ব্যবধানই কমিয়েছে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন অস্ট্রেলিয়ার ফুটবলাররা। তাদের সাথে গলা মেলান মাঠে উপস্থিত দর্শকেরা। এর আগে হন্ডুরাসের মাঠে প্রথম পর্ব গোলশূন্য ড্র হয়েছিল।