Search
Close this search box.
Search
Close this search box.

malaysiaমালয়েশিয়ায় বাংলাদেশিসহ চার শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং জালান আলোতে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা থেকে থেমে থেমে অভিযান চলে রাত ৯টা পর্যন্ত। এ অভিযানে ৪৪০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

chardike-ad

দেশটির ন্যাশনাল রেজিস্ট্রেশন বিভাগ, ডিবিকেএল, জেনারেল অপারেশন সোর্স ও মালয়েশিয়ার কোম্পানি কমিশনের সমন্বয়ে বিভিন্ন সংস্থার মোট ২৬৭ জন কর্মকর্তার অংশগ্রহণে এ অভিযান চলে।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তফার আলি জানিয়েছেন, ‘মোট ৯১৫ জন বিদেশিকে চেক করা হয়েছে। আটককৃতরা বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, ওমান ও অন্যান্য দেশের নাগরিক।’

তিনি আরও বলেছেন, ‘যৌথ এ অভিযানের সময় ৪৪০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩৮৯ জন পুরুষ, ৪৭ জন নারী ও ৪ জন শিশু। পরবর্তী তদন্তের জন্য তাদেরকে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।’