helicopterনারায়ণগঞ্জের রূপগঞ্জের কলাতলী এলাকায় বেসরকারি শিল্প প্রতিষ্ঠান পারটেক্স গ্রুপের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিনজন হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ওই হেলিকপ্টারে পাইলটসহ তিনজন ছিলেন। এদের মধ্যে তিনজনই আহত হয়েছেন।

আহতরা হলেন- হেলিকপ্টারের পাইলট কর্নেল মিজান, সহকারী পাইলট জিয়া ও ইঞ্জিনিয়ার ফারুক। আহতদের অন্য আরেকটি হেলিকপ্টারযোগে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

chardike-ad

helicopter-partexরূপগঞ্জ থানা পুলিশের ওসি ইসমাইল হোসেন জানান, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার পূর্বকালাদী এলাকায় বালুর মাঠে পড়ে যায় হেলিকপ্টারটি। পাইলট ছাড়া দু’জন ছিলেন হেলিকপ্টারটিতে। দু’জন আহত হয়েছেন। এছাড়া পাইলট কিছুটা ব্যথা পেয়েছেন।

ওসি ইসমাইল হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় হেলিকপ্টারটি দ্রুত অবতরণের চেষ্টা করে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে এটি বিধ্বস্ত হয়। আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।