আবারো পুত্র সন্তানের বাবা হয়েছেন অনন্ত জলিল। গত ২৩ অক্টোবর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অনন্ত জলিলের স্ত্রী বর্ষা। মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছেন। পুত্রের নাম রাখা হয়েছে আবরার ইবনে জলিল।
সন্তান জন্মের ২০ দিন পার হলেও এতদিন খবরটি গোপন রেখেছিলেন এ দম্পতি। চিকিৎসকরা ছাড়পত্র দিলে শিগগির সন্তানকে নিয়ে অনন্ত-বর্ষা দেশে ফিরবেন বলে জানা যায়।
আজ ১৩ নভেম্বর অনন্ত জলিল ও বর্ষা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে দ্বিতীয় পুত্র সন্তানের ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে অনন্ত জলিল লেখেন- ‘আসসালামু আলাইকুম, আমার ছোট ছেলে -আবরার ইবনে জলিল আর বড় ছেলে-আরিজ ইবনে জলিল। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় সবাই ভালো আছি। আমি অনেক আনন্দিত। তাদের সঙ্গে আমার বেশ ভালো সময় কাটতেছে। বন্ধুগন আমার দুই ছেলের জন্য দোয়া করবেন।’
এদিকে বর্ষা তার ফেসবুক পেজে লেখেন- ‘আলহামদুলিল্লাহ। আমার ছোট ছেলে -আবরার ইবনে জলিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
অনন্ত-বর্ষা দম্পতির ঘরে আরিজ নামে আরো এক পুত্র সন্তান রয়েছে। ২০১৫ সালে একই হাসপাতালে আরিজেরও জন্ম হয়েছিল।