পরিচয় দেন বাংলা সিনেমার নায়িকা। যদিও মূল চরিত্রে কখনো দেখা যায়নি। প্রধান শখ, বিয়ে করা। উদ্দেশ্য বিনোদন ও প্রতারণা। হাতিয়ার: মামলা ও দেনমোহর। এটা সিনেমা জগতের নায়িকার কথা না; বলছি বাস্তবের এক খলনায়িকার কথা। এখন পর্যন্ত যার বিবাহিত স্বামীর সংখ্যা-ই ২০ জন। জেলায় জেলায় বিয়ে করা সেই পাত্রীর নাম ছোলেমা খাতুন ওরফে সাদিয়া আক্তার তমা।
তবে খোঁজ নিয়ে জানা গেছে ঢাকাই ছবিতে এই নামে কোনো নায়িকা নেই। কিংবা এমন নামে মূল চরিত্রে কেউ অভিনয়ও করেন না। তবে নাটকের অংশ বিশেষে তাঁকে দেখা গেছে।
ছোলেমা খাতুন ওরফে সাদিয়া আক্তার তমার মূল উদ্দেশ্যই বিনোদন ও প্রতারণা। এরপর মামলা, অতঃপর দেনমোহর নিয়ে সটকে পড়া। বিস্তারিত দেখুন ভিডিওতে-