Search
Close this search box.
Search
Close this search box.

trumpমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বে এত দেশ আছে তা আগে তার জানা ছিল না। তিনি ভূগোল ও আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে নিজের অজ্ঞতা প্রকাশ করে আরো বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত না হলে তার পক্ষে এসব কিছু জানা সম্ভব হতো না।

এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প সোমবার জাপান পৌঁছে দেশটির বিশিষ্ট ব্যক্তিদের এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আগে বিশ্বের এত দেশ সম্পর্কে তিনি কোনো জ্ঞান রাখতেন না; প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিনন্দন বার্তা পাওয়ার পর তিনি এ সম্পর্কে ধারণা পেয়েছেন।

chardike-ad

জাপানের প্রধানমন্ত্রীর শিনজো অ্যাবের সঙ্গে গত বছরের নভেম্বর মাসে নিউ ইয়র্কে এক সভায় পরিচিত হওয়ার ঘটনাও তিনি উল্লেখ করেন। ট্রাম্প অকপটে স্বীকার করেন, প্রেসিডেন্ট হওয়ার আগে তার কোনো অভিজ্ঞতা ছিল না এবং এসব বিষয়ে তিনি কতটা অনভিজ্ঞ ছিলেন।

ট্রাম্পের এসব বক্তব্যা জাপানের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে এবং অনেকে এ নিয়ে ঠাট্টা-মস্করাও শুরু করছেন।