Search
Close this search box.
Search
Close this search box.

indiaওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিলো কোহলিবাহিনী। বৃষ্টি বিঘ্নিত সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো টিম ইন্ডিয়া।

থিরুভানানথাপুরামের গ্রিনফিল্ড স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে থেকেই ছিল বৃষ্টির শঙ্কা। হলও তাই। বৃষ্টির কারণে প্রায় তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ম্যাচ নামিয়ে আনা হয় ৮ ওভারে। ওভার কমে যাওয়ায় শুরু থেকেই রান তাড়া করতে গিয়ে তৃতীয় ওভারেই রোহিত শর্মা (৮) ও শিখর ধাওয়ান (৬) বিদায় নেন। ৬ বলে ১৩ রান করে ইশ সোধির শিকার হয়ে ফেরেন কোহলি।

chardike-ad

শেষ দিকে মানিশ পান্ডের ১৭ আর হার্দিক পান্ডের ১৪ রানে ভর করে ৫ উইকেটে ৬৭ রান করে স্বাগতিকরা। ধোনি ব্যাটিংয়ে নামলেও বল খেলার সুযোগ পাননি।

জবাব দিতে নেমে জাস্প্রিত বুমরাহ ও স্পিনার যুজবেন্দ্র চাহালের বোলিং তোপে বেকায়দায় পড়ে নিউজিল্যান্ড। দলীয় ৮ রানে ২ উইকেট হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে শেষ ওভার জয়ের জন্য ১৯ রান দরকার হয় দলটি।

তবে শেষ পর্যন্ত ১৩ রানের বেশি নিতে পারেনি কিউইরা। ৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কোহলিবাহিনী। এতে ভারতের মাটিতে ছোট ফরমেটের ক্রিকেটে সিরিজ জেতা হলো না নিউজিল্যান্ডের।