উত্তর কোরিয়ার ইস্যুতে সুর নরম করতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এশিয়া সফরের প্রথম ধাপ হিসেবে জাপানে তিনি উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার টেবিলে বসার কথা বলেছেন। মঙ্গলবার দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনেও তিনি উত্তর কোরিয়াকে ‘আলোচনার টেবিলে বসার’ আহ্বান জানান।
শুধু তাই নয় , ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি যাতে প্রয়োগ না করতে হয় ঈশ্বরের কাছে সে প্রার্থনাই করছেন তিনি। দুই মাস আগেও ‘আগুনের গোলা বর্ষণ’ এবং ‘সম্পূর্ণ ধ্বংসের’ হুমকি দিয়ে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র প্রকল্পের কাজ থামানোর হুঙ্কার দিয়েছিলেন ট্রাম্প।
মঙ্গলবার সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘আমি সত্যিকারার্থে বিশ্বাস করি উত্তর কোরিয়ার জন্য আলোচনার টেবিলে আসাই বুদ্ধিমানের কাজ হবে এবং উত্তর কোরিয়ার জনগণের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য যে চুক্তি ভালো হয় সেটাই করুন।’
উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার আশাবাদ ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অনেক কিছু করছি যাতে আমরা আশাবাদী, সত্যিকারার্থেই আশাবাদী। আমি আরো এক ধাপ এগিয়ে বলতে চাই- আমরা ঈশ্বরের কাছে প্রার্থণা করি আমাদের যাতে এটা (পারমাণবিক অস্ত্র) কখনো ব্যবহার করতে না হয়।’