দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন টাইগার এই পেসার। বিয়েতে তাসকিনের উকিল বাবা হয়েছেন মাশরাফি।
বিয়েতে বাকি সতীর্থদের দাওয়াত করলেও আসন্ন বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় বেশির ভাগই উপস্থিত হতে পারেনি। মাশরাফি ছাড়া শুধু তামিম উপস্থিত ছিলেন।
তাসকিনের বাবা এম এ রশিদ মনু গণমাধ্যমকে জানান, ‘অনেকটা হুট করেই বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। সময় সুযোগ করে বড় অনুষ্ঠান করব। বিপিএলের কারণে সবাই ব্যস্ত। শুধু মাশরাফি আর তামিম এসেছিল। দোয়া করবেন সবাই যেন ওর নতুন জীবন সুখের হয়।’
তাসকিনের স্ত্রী রাবেয়া নাঈমা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ(এআইইউবি)-এ পড়াশোনা করছেন। এই বিশ্ববিদ্যালয়ে তাসকিনও স্নাতক করছেন।
উল্লেখ্য, বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা হলেও এক বছর আগেই ঘরোয়াভাবে আংটি বদল হয় তাদের।