Search
Close this search box.
Search
Close this search box.

taskin-marriageদুঃস্বপ্নের এক সিরিজ শেষ করে মঙ্গলবার সকালেই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ। ঢাকায় পা রাখার ১২ ঘণ্টা যেতে না যেতেই শুভ কাজটা সেরে ফেললেন বাংলাদেশ দলের তরুণ এই পেসার।

মঙ্গলবার রাতে বিয়ের কাজটি সম্পন্ন করেন তিনি। কনে তার দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমা। মোহাম্মদপুরের লালমাটিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

chardike-ad

তাসকিনের স্ত্রী রাবেয়া নাঈমা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ(এআইইউবি)-এ পড়াশোনা করছেন। এই বিশ্ববিদ্যালয়ে তাসকিনও স্নাতক করছেন।

তাসকিনের বাবা এম এ রশিদ বিয়ের সত্যতা নিশ্চিত করে বলেন,‘অনেকটা হুট করেই বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। সময় সুযোগ করে বড় অনুষ্ঠান করব। মাশরাফি আর তামিম এসেছিল শুধু। বিপিএলের কারণে সবাই ব্যস্ত। দোয়া করবেন সবাই যেন ওর নতুন জীবন সুখের হয়।’