Search
Close this search box.
Search
Close this search box.

google-pixel-2-vs-samsung-galaxy-s8গুগল পিক্সেল ২ ও এক্সএল এর স্ক্রিন এর সমস্যার খবর নিয়ে প্রযুক্তি দুনিয়া বেশ সরগরম রয়েছে। পিক্সেল ২ এক্সএলের ডিসপ্লের মান ও পিক্সেল ২ এর ডিসপ্লেতে কাল ছাঁয়ার খবর ছড়িয়ে পরার মাঝে স্যামসাং তাদের ডিসপ্লে নিয়ে একটি ভিডিও তৈরি করেছে।

ভিডিওটিতে দেখানো হয়েছে, প্রায় সকল রিভিউয়াররাই স্যামসাং ফোনগুলোর ডিসপ্লের প্রশংসায় পঞ্চমুখ। মাত্র ৩০ সেকেন্ডের ভিডিওর শুরুতে দেখা যাবে ইউটিউবে স্যামসাং গ্যালাক্সি স্ক্রিন রিভিউ লিখে সার্চ করা হচ্ছে, তার পরপরই বড় বড় টেক রিভিউয়াররা স্ক্রিনের ব্যাপারে প্রশংসা করছেন।

chardike-ad

samsung-videoভিডিওটি স্যামসাং ইউএসএ এর ইউটিউব চ্যানেলে রয়েছে, তবে সেটি সরাসরি প্রকাশ করা হয়নি।