বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুকাভিনেতা আব্দুস সামাদ। তিনি টেলিসামাদ হিসেবেই পরিচিত। জনপ্রিয় এই অভিনেতা অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিসামাদ এক সময় বাংলা চলচ্চিত্রে রবিউল, খান জয়নুল, আশীষ কুমার লৌহ, আনিস, লালু, হাসমতের মতো গুণী কৌতুক অভিনেতাদের সাথে অভিনয় করেছেন। আসুন তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নেই-
* ১৯৭৩ সালে ‘কার বউ’ দিয়ে তার চলচ্চিত্রে পা রাখা। চার দশকে ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন টেলিসামাদ।
* জন্ম ২০ ডিসেম্বর, মুন্সীগঞ্জের নয়াগাঁও এলাকায়।
* চার দশকে ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন টেলিসামাদ।
* ২০১৫ সালে তার অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পায় ‘জিরো ডিগ্রি’
* বিটিভির ক্যামেরাম্যান মোস্তফা মামুন আবদুস সামাদ বাদ দিয়ে টেলিসামাদ নামটা দিয়েছিলেন। সেই থেকেই তাকে সবাই টেলিসামাদ নামেই চেনে।
* টেলিসামাদ শুধু অভিনেতাই নন তিনি কণ্ঠশিল্পীও। অভিনয়ের বাইরে ৫০টির বেশি চলচ্চিত্রে তিনি গানও গেয়েছেন।
* দর্শকদের কাছে যে ছবিটির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন সেটি হলো ‘পায়ে চলার পথ’।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে টেলি সামাদ অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। তবে তিনি সুস্থ আছেন বলে নিজেই দাবি করেন। তিনি বলেন, ‘আমি সুস্থ আছি। আগামীকাল আমার ঢাকার বাইরে যাওয়ার কথা আছে।’