ফোর্বস ম্যাগাজিন সম্প্রতি বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় আছেন টেনিস তারকা, বাস্কেটবল তারকা, ফুটবল তারকা, ক্রিকেট তারকা, গলফ তারকারা। এই তালিকা প্রস্তুত করা হয়েছে তাদের ব্র্যান্ড ভেল্যু দিয়ে।
বেতন, বোনসাসহ অন্যান্য সুযোগ সুবিধা বাদ দিয়ে অ্যাথলেটরা বাৎসরিক যে পরিমাণ আয় করেন সেটার গড় হিসেব করে তৈরি করা হয়েছে। অর্থাৎ বেতনের বাইরে তারা বিভিন্ন বিজ্ঞাপন ও অন্যান্য মাধ্যম থেকে যে আয় করেন তার ভিত্তিতে।
এবারের এই তালিকায় ৩৭.২ মিলিয়ন ডলার নিয়ে শীর্ষে আছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার। ৩৩.৪ মিলিয়ন ডলার নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন আমেরিকার পেশাদার তারকা বাস্কেটবল খেলোয়াড় লিবর্ন জেমস। ২৭ মিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থানে আছেন উসাইন বোল্ট। এশিয়া মহাদেশ থেকে একমাত্র বিরাট কোহলি আছেন এই তালিকায়। তাও আবার লিওনেল মেসির মতো বিশ্বসেরা ফুটবলারকে পেছনে ফেলে।
চলুন দেখে নেওয়া যাক ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের সবচেয়ে দামি দশ খেলোয়াড়ের তালিকাটা।
ক্র. নং |
নাম | ব্র্যান্ড ভেল্যু (মিলিয়ন ডলার) |
০১ |
রজার ফেদেরার | ৩৭.২ |
০২ |
লিবর্ন জেমস |
৩৩.৪ |
০৩ |
উসাইন বোল্ট |
২৭ |
০৪ |
ক্রিস্টিয়ানো রোনালদো |
২১.৫ |
০৫ |
ফিল মিকেলসন | ১৯.৬ |
০৬ |
টাইগার উডস |
১৬.৬ |
০৭ |
বিরাট কোহলি |
১৪.৫ |
০৮ |
ররি ম্যাকলরয় | ১৩.৬ |
০৯ | লিওনেল মেসি |
১৩.৫ |
১০ | স্টেফ কারি |
১৩.৪ |