মালয়েশিয়ার পেরাক প্রদেশে নির্মাণাধীন ভবন থেকে কংক্রিটের স্ল্যাব ধসে এক বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। সম্প্রতি পেরাকের ইপো শহরের বন্দর মেরু রায়ার নির্মাণাধীণ ভবনে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকর্মীরা জানান, ভবনটির দ্বিতীয় তলা থেকে নির্মাণাধীন ছাদের ৮ মিটার উচ্চতার একটি কংক্রিটের স্ল্যাব একজন শ্রমিকের ওপর ধসে পড়ে। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হন ওই বাংলাদেশি। আহত বাংলাদেশির পরিচয় জানা যায়নি।
আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভবনটির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।