বিদেশে জনশক্তি রফতানির হার বাড়লেও বিদেশ থেকে পাঠানো টাকার (রেমিট্যান্স) পরিমাণ কমেছে। ২০১৬-১৭ অর্থবছরে বিদেশে জনশক্তি পাঠানো হয়েছে ৮ লাখ ৯৪ হাজার ৫৪ জন, যা এর আগের অর্থবছরের চেয়ে ৩০ দশমিক ৬ শতাংশ বেশি। অপরদিকে ২০১৬-১৭ অর্থবছরে বিদেশ থেকে পাঠানো টাকার (রেমিট্যান্স) পরিমাণ ১৪ দশমিক ৪৮ শতাংশ কমেছে। মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০১৬-১৭ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরে রফতানি আয় হয়েছে ৩৪ দশমিক ৮৪৬৮ বিলিয়ন মার্কিন ডলার, যেটা ২০১৫-১৬ অর্থবছরের চেয়ে এক দশমিক ৭২ শতাংশ বেশি।’
তিনি বলেন, ‘গত অর্থবছরে ট্যাক্স আদায় হয়েছে এক লাখ ৮৬ হাজার ২৭৩ কোটি টাকা। যা এর আগের অর্থবছরের চেয়ে ৭ দশমিক ৭ শতাংশ বেশি।’
‘মাথাপিছু জাতীয় আয় ২০১৫-১৬ অর্থবছরে ছিল এক হাজার ৪৬৫ মার্কিন ডলার, এটা পরের অর্থবছরে বেড়ে এক হাজার ৬০২ মর্কিন ডলারে উন্নীত হয়েছে।’