হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাজীপুর-৪ আসনের সাবেক সাংসদ ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজীম আহমেদ সোহেল তাজ হয়রানির শিকার হয়েছেন। বিমানবন্দরে তার অনুমতি ছাড়া কেউ একজন স্যুটকেসের তালা ভেঙে তল্লাশী চালিয়েছে বলে এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন।
২৩ অক্টোবর সোমবার সকালে দেওয়া ফেসবুক পোস্টটিতে সোহেল তাজ লিখেছেন, ‘ঢাকা বিমানবন্দরে কেউ একজন আমার অনুমতি ছাড়াই আমার স্যুটকেসে তল্লাশী চালিয়েছে। স্যুটকেসে আমার বাবাকে নিয়ে লেখা বই ছিল। ২২ অক্টোবর ২০১৭ তারিখে আমি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণ করি। স্যুটকেসের নেমট্যাগে আমার নামে আলাদা করে দাগ দেয়া ছিল।’
সোহেল তাজের এই স্ট্যাটাসের কমেন্ট অংশে অনেকেই বিমানবন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নিয়ে সোচ্চার হয়েছেন।