সর্বশেষ দুইবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার দশম এশিয়া কাপ হকি শুরু হয়েছিল ওমানকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে। তবে চ্যাম্পিয়নের মতো শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই কোরিয়ানরা হেরে বসে মালয়েশিয়ার কাছে। যে হারটি চ্যাম্পিয়নদের সুপার ফোর নিশ্চিত করতে অপেক্ষা করতে হয়েছে গ্রুপ পর্বের শেষ বাঁশি পর্যন্ত।
সোমবার সন্ধ্যায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া ৪-১ গোলে চীনকে হারিয়ে শেষ দল হিসেবে নাম লেখায় সুপার ফোরে।
গ্রুপ পর্ব শেষ। একদিন বিরতি দিয়ে বুধবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। যেখানে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ৪ দল খেলবে সুপার ফোরে এবং শেষ ৪ দল খেলবে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারনী ম্যাচ।
সুপার ফোরের খেলা শুরু হবে মালয়েশিয়া-পাকিস্তানের ম্যাচ দিয়ে বুধবার বিকেল ৩ টায়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৫টায় ভারত খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। রাত ৮টায় স্থাননির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে জাপান-ওমান।
চোখ বুলানো যাক শেষ হওয়া গ্রুপ পর্বে। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত ও ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া আছে অপরাজিত। সব ম্যাচ হেরেছে বাংলাদেশ ও ওমান। তিন ম্যাচে সবচেয়ে বেশি ১৭ গোল খেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের জালে সবচেয়ে কম গোলও (১টি) দিয়েছে স্বাগতিকরা। সবচেয়ে বেশি ১৬ গোল মালয়েশিয়ার, তারপর ভারত ১৫ গোল।