চ্যাম্পিয়নের মতোই দশম এশিয়া কাপ হকি শুরু করলো দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার মওলানা ভাসানি স্টেডিয়ামে অনুষ্ঠিত সন্ধ্যার ম্যাচে টুর্নামেন্টের সর্বাধিক চারবারের চ্যাম্পিয়নরা ৭-২ গোলে হারিয়েছে ওমানকে। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়া ম্যাচে কোরিয়া দ্বিতীয়ার্ধে কৌশলী খেলে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে থাকা কোরিয়ার জালে প্রথম বল পাঠিয়েছিল ওমান। ১৮ মিনিটে আল ফাজারি রাশেদের গোলে এগিয়ে যায় মধ্য প্রাচ্যের দেশটি। কিন্তু তাদের গোলের আনন্দ বেশি সময় দীর্ঘ হয়নি। ২২ মিনিটেই কোরিয়ানদের ম্যাচে ফেরান লুমিক ইয়ং।
এরপর আর পেছনে ফিরে তাকায়নি সর্বশেষ দুই বারের চ্যাম্পিয়নরা। বিরতিহীন গোল করে ওমানকে ম্যাচ থেকে ছিটকে ফেলে কোরিয়ানরা। ৬-১ গোলে পিছিয়ে পড়ার পর একবার ব্যবধান কমানোর আনন্দ করেছে র্যাংকিংয়ে ৩০ তম অবস্থানে থাকা দলটি। ওমান ৫২ মিনিটে ৬-২ করলে ম্যাচের শেষ সেকেন্ডে ব্যবধান ৭-২ এ নিয়ে যান কোরিয়ানরা।
গোলের বোঝায় মনে হতে পারে ওমানকে পাত্তাই দেয়নি কোরিয়ানরা। আসলে মধ্য প্রাচ্যের দেশটি মার খেয়েছে কোরিয়ানদের বিচক্ষণতার কাছে। তারা গোলগুলো আদায় করে নিয়েছে কৌশলে। দক্ষিণ কোরিয়া পরের ম্যাচ খেলবে শনিবার মালয়েশিয়ার বিরুদ্ধে। একই দিন বিকেলে ওমান খেলবে চীনের সঙ্গে। দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া ম্যাচের ফলই পরিস্কার করে দেবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হবে কারা।