Search
Close this search box.
Search
Close this search box.

sensor-samsungএতদিন শুধু দামি ফ্ল্যাগশিপ ফোনগুলোতেই ‘পোর্ট্রেট মোড’ (ব্যাকগ্রাউন্ড ঝাপসা করার প্রযুক্তি) যুক্ত করা হতো। এখন কমদামি ফোনেও সুবিধাটি যুক্ত করতে যাচ্ছে স্যামসাং। যারা মার্কেটে উন্নত ফিচার সম্বলিত ফোন খোঁজেন তাদের জন্য নতুন ডিজাইনের এই চিপটি তৈরি করা হয়েছে বলে জানায় স্যামসাং।

ডুয়েল পিক্সেলের কারণে এর ক্যামেরার ফোকাস আরও স্পষ্ট হয়ে উঠবে। ডুয়েল পিক্সেলের সুবিধাটি এতদিন পর্যন্ত আইফোনের প্লাস সংস্করণ ও স্যামসাংয়ের নোট ৮ ফোনেই সীমাবদ্ধ ছিলো। সম্প্রতি গুগলের পিক্সেল ২ স্মার্টফোনগুলোতেও একই প্রযুক্তির ডুয়েল পিক্সেল সেন্সের ব্যবহার করা হয়েছে।

chardike-ad