হাঙরের মতো পোশাক পরিধান করায় অস্ট্রিয়ায় এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে। দেশটির বোরকাবিরোধী আইনে তাকে জরিমানা করা হয়। তাকে দেড়শ ইউরো জরিমানা করা হয়েছে।
সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি ইলেক্ট্রনিক্স দোকানের উদ্বোধন উপলক্ষে মাসকট সেজে সেই দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। পুলিশ তাকে চেহারা দেখাতে বললে তিনি তা করতে অস্বীকার করেন। ফলে তাকে জরিমানা করা হয়।
উল্লেখ্য, অস্ট্রিয়ায় চলতি মাসের শুরু থেকে বোরকাবিরোধী এক আইন চালু করা হয়। এই আইনে পাবলিক প্লেসে চেহারা ঢেকে রাখা শাস্তিযোগ্য অপরাধ। এই আইনের সঙ্গে অভিবাসীদের জন্য ইন্টিগ্রেশন কোর্স বাধ্যতামূলক এবং তাদের বিনা বেতনে সরকারি কাজ করার নিয়মও চালু করা হয়েছে।