Search
Close this search box.
Search
Close this search box.

অনলাইন প্রতিবেদক, ৩০সেপ্টেম্বর ২০১৩:

আগামীকাল থেকে সিউলে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ক্যারিয়ার ফেয়ার। দুইদিন ব্যাপী এই ফেয়ার চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ৬৫টির বেশি কোরিয়ান এবং বহুজাতিক কোম্পানী এই ফেয়ারে অংশ নিচ্ছে।

chardike-ad

কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয় এবং কটরা (KOTRA) যৌথভাবে প্রতিবছর দুইবার এই ফেয়ার আয়োজন করে থাকে। কোরিয়ায় অধ্যয়নরত বিদেশী ছাত্রছাত্রীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে এই ফেয়ার একটু বড় সুযোগ হিসেবে গণ্য হয়ে আসছে। আগামীকালের এই ফেয়ারে বাংলাদেশী ছাত্রছাত্রীরাও অংশ নিবে।A4전단단면-01(1) (1)