us-shootingযুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলার দায় স্বীকার করেছে ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএস। সংগঠনটির দাবি, ৩২ তলা যে ব্যক্তি অনবরত গুলি ছুড়েছে, সে কয়েক মাস আগে ইসলাম গ্রহণ করেছিল।

স্থানীয় সময় রোববারের এ হামলায় এখন পর্যন্ত ৫০ জন নিহত ও ৪০০ জনের বেশি আহত হওয়ার খবরে পাওয়া গেছে।

chardike-ad

থমসন রয়টার্সের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইসলামিক স্টেটের এক সেনাই এ হামলা চালিয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীটির নিউজ এজেন্সি আমাক জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহিংসতার জবাবে এ হামলা চালানো হয়েছে।

গত ৭ দশকে এ হামলাকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর একটি নৈশক্লাবে যে হামলা চালানো হয়, আজ হামলা সে চিত্রকে হার মানিয়েছে। ওই হামলায় ৪৯ জন নিহত হয়।