দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। এ হারের পর সংবাদ সম্মেলনে প্রথম ইনিংসে বোলারদের বাজে পারফরম্যান্সের কথা জানালে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
পচেফস্ট্রুমে আজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ৯০ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। তবে সেটি ছাপিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের ব্যর্থতাকেই বড় করে দেখছেন মুশফিক। তিনি মনে করছেন প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩ উইকেটে ৪৯৩ রানের বড় ইনিংস খেলার পথে বাধা তৈরি করতে পারেননি বোলাররা।
আজ পঞ্চম দিনে ৪১ রান তুলতেই বাকি ৭ উইকেট হারায় বাংলাদেশ। তারপরও ব্যাটিংয়ের কথা বাদ দিয়ে বোলারদের কথা টেনে মুশফিক বলেন, ‘প্রথম ইনিংসে বোলাররাই আমাদের ডুবিয়েছে। এটা ফ্ল্যাট উইকেট ছিল কিন্তু আমরা সঠিক জায়গায় বল করতে পারিনি। আমি শেষ মুহূর্তটি স্মরণ করতে চাই না। এই সময়ে মাত্র ১০০ রানের মধ্যেই আমরা অলআউট হয়েছি। এটি সত্যিই হতাশার ছিল।’
টস নিয়ে শুরুতে ফিল্ডিংয়ের বিষয়ে জানতে চাইলে মুশফিক বলেন, ‘আমি আসলে জানতাম না উইকেট এতটা ফ্ল্যাট হবে।’
পরের ম্যাচের পরিকল্পনা নিয়ে মুশফিকের বক্তব্য, ‘সম্ভবত ভালো পরিকল্পনা নিয়ে পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। ওই ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারি আমরা। আশা করছি ওই ম্যাচে দলের খেলোয়াড়রা ভালো করবে। পেশাদার খেলোয়াড় হিসেবে মানসিকভাবে আমাদের আরও শক্তিশালী হতে হবে।’