‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আয়োজকদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। এই বিতর্কের সঙ্গে এবার নতুন করে যুক্ত হলো আয়োজকদের পছন্দের বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিল বিবাহিতা! এর মধ্য দিয়ে পুরো প্রতিযোগিতাটি এখন সমালোচনার মুখে পড়েছে। বিবাহিতা হয়েও প্রতিযোগিতায় কীভাবে অংশ নিলেন এভ্রিল? সেটা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।
এ প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোনো প্রতিযোগী যদি নিয়ম ভঙ্গ করে তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। এটা তো আমার ব্যক্তিগত কোনো বিষয় না। আমরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের বক্তব্য জানাবো।
তিনি আরো বলেন, কোনো প্রতিযোগী যদি অপরাধের সঙ্গে জড়িত থাকে; কিংবা ভুল তথ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে তবে তার জন্য নিয়মকানুন আছে। সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিবাহিত কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। ফলে এভ্রিল বিবাহিত হওয়ায় তাকে বাদ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। প্রতিষ্ঠানটির একাধিক সূত্র থেকে এই তথ্য জানা গেছে।
এদিকে নতুন ফলাফলে যদি এভ্রিল বাদ পড়েন তবে কে হবেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’? এ নিয়েও অনেকে হিসেবে করতে শুরু করেছেন। মিডিয়া পাড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরব মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর প্রতিযোগী হিমি জানান, ফাইনাল আয়োজনে আমাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু অনুষ্ঠানে আয়োজকেরা তাদের পছন্দের প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করে বিতর্কের জন্ম দিয়েছেন।
স্বপন চৌধুরী জানান, কাল কিংবা পরশু এই বিষয়টি নিয়ে একটি সংবাদ সম্মেলন করবে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। এ বিষয়ে শীঘ্রই বিস্তারিত জানানো হবে।
এদিকে বিষয়টি নিয়ে এভ্রিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।