Search
Close this search box.
Search
Close this search box.

japanজাপানের বিখ্যাত শহর ওদাইবার টোকিও বিগ সাইটে অনুষ্ঠিত হয়েছে ট্যুরিজমের ওপর তিন দিনের ফেস্টিভ্যাল। সম্প্রতি তিনদিনের এই ফেস্টিভ্যালে ১৩০টি দেশের সরকারি-বেসরকারি প্রায় এক হাজার ৩১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি সংস্থা অংশ নেয়। বাংলাদেশ বুথের সবচেয়ে আকর্ষণ ছিল জাপানি নারী মায়ে ওয়াতানাবে জাপানি ছেলেমেয়েদের শাড়ি ও পাঞ্জাবি পরিয়ে আনন্দ দেয়া। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভুবন চন্দ্র বিশ্বাস জানান, জাপানিদের মাঝে বাংলাদেশের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলোকে সঠিকভাবে তুলে ধরতে পারলে বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা রয়েছে।

chardike-ad

এ জন্য টোকিওর বাংলাদেশ দূতাবাসকে উদ্যোগ নিয়ে আরও বেশি ভূমিকা রাখতে হবে। এ সময় বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ হাসান আরিফ, টোয়াবের সহসভাপতি মো. রাফিউজ্জামান, তৌফিক রহমান ও বেঙ্গল ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।