Search
Close this search box.
Search
Close this search box.

dipjol-with-daughterহাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিন সপ্তাহ পর হার্টের পরবর্তী চিকিৎসা শুরু হবে তার। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে ডিপজলকে। ডিপজলের কন্যা অলিজা মনোয়ার আজ রবিবার বিকেলে ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেলো ২৫ সেপ্টেম্বর ডিপজলের হার্টে রিং পড়ানো হয়েছে। ২০ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয় ডিপজলকে। তার ফুসফুসে পানি জমেছিল। চিকিৎসকদের পরামর্শে সেদিনই বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

chardike-ad

ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি আসছে ১৩ অক্টোবর মুক্তি পাবে। ছবিতে তার বিপরীতে জুটি হয়েছেন মৌসুমী। এছাড়াও ‘এক কোটি টাকা’ নামে আরো একটি ছবিতে কাজ করছিলেন তিনি।

ডিপজল ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালে।

ওই ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন ডিপজল। পরবর্তীতে খলনায়ক হিসেবে বেশ পরিচিতি পান তিনি। এ অভিনেতা ‘চাচ্চু’ ছবির মাধ্যমে ফের ইতিবাচক চরিত্রে অভিনয় শুরু করেন। তখন থেকেই প্রতিটি সিনেমাপ্রেমী বাঙালির মনে জায়গা করেন নেন ডিপজল।