বিশ্বের সবচেয়ে লম্বা, দীর্ঘ, খাটো অথবা অদ্ভুত বিষয়গুলো নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। আর বিষয়গুলো তালিকাভুক্ত করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। প্রতি বছরই কিছু উদ্ভট বিষয়ে বিশ্বরেকর্ড সৃষ্টির খবর মেলে। এ বছরেও এর ব্যতিক্রম ঘটেনি। গিনেস বুকের ৬৩তম সংস্করণে স্থান পেয়েছে এরকমই কিছু আজব আজব বিশ্বরেকর্ড।
বিশ্বের সবচেয়ে লম্বা পা: রাশিয়ান মডেল একাটেরিনা লেসিনা বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের অধিকারী নারী। তার ডান পায়ের দৈর্ঘ্য ১৩২.৮ সেন্টিমিটার এবং বাম পা ১৩২.২ সেন্টিমিটার।
বিশ্বের সবচেয়ে বয়স্ক বডি বিল্ডার: মার্কিন যুক্তরাষ্ট্রের জিম আরিংটন বিশ্বের সবচেয়ে বয়স্ক বডি বিল্ডার হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন। তিনি ৮৩ বছর বয়সে পেশাদার বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নেন।
দীর্ঘ নখ: দুই হাতে বিশ্বের সবচেয়ে নখ গজিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন আয়ানা উইলিয়ামস। তার নখের দৈর্ঘ্য ৫৭৬.৪ সেন্টিমিটার।
সর্ব বৃহৎ লেগো ভাস্কর্য: মার্কিন নাগরিক লেগো দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্যটি তৈরি করেছেন। এটি ১.৩ মিটার লম্বা, ১.৬৯ মিটার প্রস্থের, ৫.৫১ মিটার দৈর্ঘ্যের একটি ব্যাটমোবিল।
শতাব্দীর সবচেয়ে বেশি ভিউ অর্জন করা ইউটিউব চ্যানেল: ‘রায়ান টয়সরিভিউ’ নামক একটি ইউটিউব চ্যানেল ২০১৫ সালে যাত্রা শুরুর পর সর্বাধিক ১২শ ৭ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৭৯১ সংখ্যক ভিউ অর্জন করে গড়েছে বিশ্বরেকর্ড।
দীর্ঘ ভ্রু: চীনের ইয়ু জিয়ানজিয়ার চোখের পাতার উপর ১২.১ সেন্টিমিটার ভ্রু। এটিই বিশ্বের সবচেয়ে দীর্ঘ ভ্রু’র রেকর্ড।
লম্বা লেজের বিড়াল: বিশ্বের সবচেয়ে লম্বা লেজের বিড়ালটির নাম চিংগুশ। মিশিগানের এ বিড়ালটির লেজের দৈর্ঘ্য ৪৪.৬৬ সেন্টিমিটার।
সবচেয়ে বেশি সংখ্যক টেডি বিয়ারের মালিক: সাউথ ডাকোটার ৬৮ বছর বয়সী জ্যাকি মাইলির সংগ্রহে রয়েছে ৮০২৫টি টেডি বিয়ার।
বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর: বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত কুকুরটির নাম ফ্রেডি। ফ্রেডির উচ্চতা ১.০৩ মিটার।