Search
Close this search box.
Search
Close this search box.

north-korea-armyউত্তর কোরিয়া বলেছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। আমেরিকার প্রতি ‘তীক্ষ্ণ নজরদারী’ রাখতে আন্তর্জাতিক নেতাদের কাছে খোলা চিঠি দিয়েছে উত্তর কোরিয়ার একটি সংসদীয় কমিটি।

উত্তর কোরিয়া সংসদের পররাষ্ট্রনীতি বিষয়ক সর্বোচ্চ গণপরিষদ গতকাল (রোববার) এ চিঠি প্রকাশ করেছে। চিঠিতে জাতিসংঘে দেয়া ট্রাম্পের ‘অজ্ঞতাপূর্ণ’ বক্তব্যের নিন্দা জানিয়েছে। আজ উত্তর কোরিয়ার বার্তা সংস্থা ‘কেসিএনএ’ এ খবর দিয়েছে।

chardike-ad

প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তব্যে ট্রাম্প উত্তর কোরিয়াকে প্রয়োজনে ‘পুরোপুরিভাবে ধ্বংস’ করে দেয়ার হুমকি দেন।

এছাড়া, চিঠিতে ট্রাম্পের বক্তব্যকে উত্তর কোরিয়ার জনগণের বিরুদ্ধে ‘অসহনীয় অপমান’, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল এবং বিশ্বশান্তির প্রতি ঘোরতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। সেখানে আরো বলা হয়েছে, যদি ট্রাম্প মনে করে থাকেন, “পরমাণু অস্ত্রের যুদ্ধের ভয় দেখিয়ে উত্তর কোরিয়াকে নিজের কব্জায় আনতে পারবেন তাহলে এটি হবে তার বড় ধরনের ভুল এবং অজ্ঞতা।”