Search
Close this search box.
Search
Close this search box.

soudi-women‘নারীরা বোকা এবং গাড়ি চালানোর জন্য তাদের যথেষ্ট বুদ্ধি নেই’ বলে মন্তব্য করে সৌদি আরবে শেখ সাদ আল হাজারি নামে এক ইমাম নিষিদ্ধ হয়েছেন।

সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে নারীদের নিয়ে এমন মন্তব্য করেন তিনি। সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশের একটি ধর্মীয় সংগঠনের প্রধান শেখ হাজারি।

chardike-ad

ওই ইমাম নারীদের সম্পর্কে আরও বলেন, ‘নারীদের মাথায় এমনিতেই অর্ধেক বুদ্ধি, আর কেনাকাটার পর তাদের মাত্র ২৫ শতাংশ বুদ্ধি বজায় থাকে।’

তার এই মন্তব্যের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে ও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই প্রেক্ষাপটে আসির অঞ্চলের গভর্নর শেখ হাজারিকে ধর্মপ্রচার এবং অন্য যে কোনো ধরনের ধর্মীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেন।