Search
Close this search box.
Search
Close this search box.

lilian৯৪ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে ধনী নারী লিলিয়ান বেটেনকোর্ট। প্রসাধনী নির্মাণ প্রতিষ্ঠান লরিয়েলের এই উত্তরাধিকারী বৃহস্পতিবার রাতে মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি।

১৯০৯ সালে লিলিয়ানের বাবা ইউজিন স্কুইলার চুলের রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান চালু করেন। পরবর্তীতে এটি লরিয়েল গ্রুপ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। চলতি বছরের সর্বশেষ হিসাব অনুযায়ী, লিলিয়ান বেটেনকোর্টের চার হাজার কোটি মার্কিন ডলারের সম্পদ ছিল। সেই সুবাদে তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী নারী। ২০১২ সালে লরিয়েলের পরিচালনা পর্ষদ থেকে সরে আসেন লিলিয়ান। এরপর থেকে তাকে জনসমক্ষে খুব কমই দেখা যেত।

chardike-ad

পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিজ বাড়িতে রাতে শান্তিপূর্ণভাবে মারা গেছেন লিলিয়ান।

লরিয়েলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জিন পল অ্যাগন এক বিবৃতিতে বলেছেন, ‘লিলিয়ান বেটেনকোর্ট সবসময় কোম্পানি ও এর কর্মকর্তাদের ওপর সবসময় নজর রাখতেন এবং এর সফলতা ও উন্নয়নে সবসময় তার সংশ্লিষ্টতা ছিল। তার প্রতি আমাদের সবার ছিল গভীর ভালোবাসা।’