Search
Close this search box.
Search
Close this search box.

trumpআমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জীবিত কিংবা মৃত যে কোনো অবস্থায়ই পেতে চায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা। বুধবার আল-হিজরাহ নামে একটি মিডিয়া গ্রুপের বরাত দিয়ে প্রকাশিত এক ভিডিও বার্তায় সংগঠনটির সদস্যরা এমন মরিয়া ভাব প্রকাশ করে।

জিহাদোস্কোপ নামে একটি জিহাদি পর্যবেক্ষণ সাইট নিউজ উইককে অবহিত করে যে, ‘ট্রাম্পকে আল-কায়েদার জিহাদিরা ইসলামের বিরুদ্ধে অপরাধ করেছে বলে দোষী সাব্যস্থ করেছে।

chardike-ad

গেলো সপ্তাহেই আল-কায়েদার একটি শাখা ঘোষণা দিয়েছিলো- ট্রাম্প এবং আমেরিকার মানুষের প্রতি তাদের একটি বার্তা রয়েছে। ওই ঘোষণারই ধারাবাহিকতায় ট্রাম্পের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংগঠনটি। আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি বাড়াতে ট্রাম্পের সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয় ভিডিও বার্তায়।

আল-কায়েদা দাবি করে, ওবামা এবং বুশ প্রশাসন কখনোই তালেবান যোদ্ধা এবং তার মিত্রদের পরাজিত করতে পারেনি। মুসলিমদের প্রতি প্রচণ্ড ঘৃণা থেকেই ট্রাম্প সেখানে আবারো যুদ্ধ বাঁধাতে চাইছেন। আমেরিকানদের উদ্দেশ্য করে বার্তায় বলা হয়, ‘তোমরা কখনোই জয়ী হতে পারবে না। তোমরা পরাজিত হবেই।

তারপর সবশেষে তারা জানায়, আফগান মাটিতে আমেরিকান সেনাদের কবর রচিত হবেই।