পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাস বলেছেন, ভারতের সেনাবাহিনীর গৃহীত ‘শীতল সূচনা’ বা ‘কোল্ড স্টার্ট’ সমর নীতি মোকাবেলার জন্য ইসলামাবাদ ক্ষুদ্রপাল্লার পরমাণু অস্ত্র তৈরি করেছে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেয়ার অবকাশে কাউন্সিল অন ফরেন রিলেশন্সে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। এ ভাষণে পাকিস্তানের পরমাণু অস্ত্র ব্যবস্থার নিরাপত্তার ব্যাপারেও কথা বলেন তিনি। তিনি নিশ্চিত করেন, পাকিস্তানের কৌশলগত পরমাণু সম্পদের জন্য খুবই শক্তিশালী কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম রয়েছে। পাকিস্তানের এ ব্যবস্থা যে খুবই নিরাপদ তা সময়ই প্রমাণ করেছে বলেও জানান তিনি।
পাকিস্তান কৌশলগত কোনো অস্ত্র মোতায়েন করেনি বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, ভারতীয় সেনাবাহিনীর গৃহীত ‘শীতল সূচনা’ বা ‘কোল্ড স্টার্ট’ সমর নীতি মোকাবেলার জন্য ক্ষুদ্রপাল্লার পরমাণু অস্ত্র তৈরি করেছে পাকিস্তান।