আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো বলেছেন, উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে পারমাণবিক সহযোগিতার খবর ভিত্তিহীন। এটি স্রেফ গুজব। কয়েকজন মার্কিন কর্মকর্তার এ সংক্রান্ত দাবি প্রসঙ্গে তিনি বলেন, আইএইএ কোনো গুজবের বিষয়ে প্রতিক্রিয়া দেখায় না।
সম্প্রতি জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টনসহ কয়েকজন কর্মকর্তা উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের পরমাণু সহযোগিতা রয়েছে বলে গুজব রটিয়েছেন। যদিও ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মার্কিন কংগ্রেস এক প্রতিবেদনে উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে পারমাণবিক সহযোগিতা নেই বলে ঘোষণা করেছিল।
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ-ও আগস্ট মাসের প্রতিবেদনে বলেছে, পরমাণু সমঝোতায় দেওয়া সব প্রতিশ্রুতিই মেনে চলছে ইরান।
২০১৫ সালের ১৪ জুলাই অস্ট্রিয়ার ভিয়েনায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতায় সই করে ইসলামি ইরান। সেখানে সব পক্ষই পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলার প্রতিশ্রুতি দেয়। কিন্তু আমেরিকা প্রথম থেকেই নানা অজুহাতে পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে তালবাহানা করছে।