আমেরিকার বিরুদ্ধে ভয়াবহ পরমাণু হামলা চালিয়ে চূড়ান্তভাবে ধ্বংস করা হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। পাশাপাশি বিন্দুমাত্র উস্কানি দেয়া হলে আগাম হামলা চালিয়ে শত্রুর ঘাঁটিগুলো গুড়িয়ে দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, নজিরবিহীন সমস্যা সত্ত্বেও উত্তর কোরিয়ার বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠেছে। পিয়ংইয়ং কোনো নিষেধাজ্ঞা, চাপ বা যুদ্ধের বিন্দুমাত্র তোয়াক্কা করে না বলে এতে উল্লেখ করা হয়।
খবরে বলা হয়, আমেরিকার যদি যুদ্ধের পথ বেছে নেয় তাহলে দেশটির ওপর ভয়াবহ পরমাণু হামলা চালানো হবে। এতে দেশটিকে দু:খজনক ভাবে চূড়ান্ত ভাবে ধ্বংস করে দেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া প্রথম ভাষণে ট্রাম্প বলেছিলেন, আমেরিকা বা তার মিত্রদের ওপর হামলা চালালে পিয়ংইয়ংকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে। তার এ বক্তব্যের পরই এ খবর প্রচার করল কেসিএনএ।