Search
Close this search box.
Search
Close this search box.

north-koreaচীন উত্তর কোরিয়ার সীমান্ত সংলগ্ন এলাকায় বিকিরণ সংক্রান্ত জরুরি নজরদারি বন্ধ করে দিয়েছে। চলতি মাসের ৩ তারিখে দেশটির ষষ্ট পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে চালু করা হয়েছিল জরুরি ব্যবস্থা।

চীনের পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয় বা এমইপি বলেছে, সীমান্তে বিকিরণ সংক্রান্ত নজরদারির যে জরুরি ব্যবস্থা নেয়া হয়েছিল তা রোববার থেকে বন্ধ করে দেয়া হয়। উত্তর কোরিয়ার ষষ্ট পরমাণু বোমা পরীক্ষায় চীনের পরিবেশের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত হওয়ার পরই এটি বন্ধ করা হয়।

chardike-ad

এমইপির আওতাধীন চীনের জাতীয় পরমাণু নিরাপত্তা সংস্থা এ নজরদারিতে নিয়োজিত ছিল। সংস্থাটি জানিয়েছে, দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্তে আট দিনের বিকিরণ মাত্রা জরুরিভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এতে বিকিরণ মাত্রা স্বাভাবিক হিসেবেই পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়। অবশ্য, আরো জানানো হয়েছে যে ওই এলাকায় জরুরি তৎপরতা বন্ধ করে দেয়া হলেও বিকিরণ পরীক্ষার নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।