বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা পরবর্তী পুনর্বাসনে এগিয়ে এসেছে জাপান প্রবাসী বাংলাদেশিরা। জাপানের টোকিওতে বসবাসরত গবেষক মো.আব্দুল ওয়ারেছ ও মো.হাসনাত রহমানের তত্ত্বাবধানে জাপান প্রবাসী বাংলাদেশিরা বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ করেন। সংগৃহীত অর্থ দিনাজপুর এবং জয়পুরহাটে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বণ্টন করা হয়।
গত ২৮ অগাস্টে দিনাজপুরের মাধবপুর, মণ্ডলপুরে ত্রাণ বিতরণের দায়িত্ব পালন করেন ‘হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলেকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মো.আবু সাঈদ। ৫০টি পরিবারকে নগদ ১ হাজার টাকা করে দেওয়া হয়।
জয়পুরহাট এলাকায় ত্রাণ বিতরণের তত্ত্বাবধানে ছিলেন মো.আব্দুল ওয়াদুদ। সদর উপজেলার মীরগ্রাম চৌমহনী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো.আমিনুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যানসহ এলাকার অনেকে।
সাংসদ সামছুল আলম দুদু বলেন, “দূর প্রবাসে থেকেও যারা এলাকার বানভাসি মানুষের জন্য সাহায্য পাঠিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই।”
সংক্ষিপ্ত বক্তব্য শেষে ১২০টি পরিবারের প্রত্যেককে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল ও আধা কেজি করে তেল দেওয়া হয়।
ওয়ারেছ বলেন, “আসলে সামাজিক দায়বদ্ধতা থেকেই মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা। তাই এ পদক্ষেপ। দাতাদের স্বতঃস্ফূর্ত অবদান ও প্রেরণা আমাদেরকে অনেক সাহস সঞ্চার করেছে।”
ডোনারদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন হাসনাত, দেলোয়ার, গাজি, জেনিন, ফারুক, নেহাল, ওয়ারেছ, রবি, নাদিম, শাহিন, তুহিন, বিমল, ফেরী, ইমাম, তানি, নাফসুন, লুতফর, মহিউদ্দিন, অনিমেষ, আনোয়ারজাই, কেয়া, নজরুল, ইউসুফ ও তাজুল।
এছাড়াও জাপানের ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইতামা ইউনিভার্সিটি’র সদস্যরা অর্থ সংগ্রহ করে সম্মিলিতভাবে সাঈদের নেতৃত্বে দিনাজপুরে বণ্টনের ব্যবস্থা করেন।