Search
Close this search box.
Search
Close this search box.

soumoপ্রথমে দুর্দান্ত বোলিং, পরে দৃঢ়প্রতিজ্ঞ ব্যাটিং; বলা যায় আদর্শ টেস্ট ম্যাচের ষোলোকলা পূর্ণ করার মতই একটি দিন কাটিয়েছে বাংলাদেশ। সেটি বলতে বলতে একটু থেমে যেতে হচ্ছে, সৌম্য সরকারের জন্য। দিনের একেবারে শেষ মুহূর্তে ‘পাগলাটে’ এক শট খেলে উইকেট ছুঁড়ে এসেছেন এই বাঁহাতি। যেটি দেখে অবাক তার উইকেট উপহার পাওয়া স্পিনার অ্যাস্টন অ্যাগারও।

মিরপুর টেস্টে দিনের খেলায় তখন শেষের ডাক। বাকি মাত্র দুই ওভার। নিজেদের দ্বিতীয় ইনিংসে ততক্ষণে ২০ ওভার কাটিয়ে দেয়া গেছে। স্বস্তির সুবাতাস টাইগার ড্রেসিংরুম থেকে দর্শকমহল পর্যন্ত। সৌম্য তখনই মেজাজ হারিয়ে বসলেন। ভেঙে গেল ধৈর্য্যের বাধ। অ্যাগারের নিরীহদর্শন এক বলে উড়িয়ে মারার লোভ সামলাতে পারলেন না। মূল্যও দিতে হল চরমভাবে। লং অনে ধরা পড়লেন খাজার তালুতে।

chardike-ad

এমন উপহার পেয়ে অস্ট্রেলিয়ার বিস্মিতই হওয়ার কথা। তাতে অ্যাগারের বিস্ময়টা যেন একটু বেশিই। দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে অজি স্পিনার বললেন, ‘ওইরকম মুহূর্তে, একেবারে শেষদিকে, সৌম্যর ওরকম শট খেলা বিস্মিতই করেছে।’

সোমবার দ্বিতীয় দিনে ওই একটা উইকেটই হারিয়েছে বাংলাদেশ। দিনশেষে ৮৮ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। সৌম্য ফেরার পর ৯টি বল ঠেকিয়ে মাঠ ছেড়েছেন নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম। অজিদের বাগে পাওয়া গেছে। লিডটা বড় করতে পারলে ফলের সম্ভাবনাও স্বপ্নে উঁকি দিতে শুরু করবে তৃতীয় দিনে। সেদিন অক্ষত ১০টি উইকেট নিয়েই ক্রিজে যেতে পারত বাংলাদেশ। যেটি হতে দিচ্ছে না সৌম্যর ওই শট।